সুবিধা বঞ্চিত ছিন্নমূল শিশুদের আলোর পথ দেখানোর এক উদীয়মান সূর্য জহিরুল ইসলাম সাদি। রেললাইনের পাশে ঘুরে বেড়ানো ছোট্ট ছোট্ট শিশুদেরকে লেখা পড়া করে বড়ো হবার সপ্ন দেখাতে সম্পূর্ণ বিনা মূল্যে বই ও খাতা কমল নিয়ে বস্তিতে গিয়ে শিক্ষা দান শুরু করেছেন এবং পাঠশালা তৈরী করে দিয়েছেন। এখানে পথশিশুদের অক্ষর জ্ঞান ছাড়াও নৈতিক বিষয়ে শিক্ষা দেয়া হচ্ছে। অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার এ কাজটি করে যাচ্ছেন পিরোজপুরের কাউখালীর ছেলে ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম সাদী, তিনি পেশায় চট্টগ্রামে নৌবাহীনির ইঞ্জিনিয়ার হিসাবে নিয়োজিত আছেন। প্রতিদিন বিকাল ৪ টা থেকে ৬টা পর্যন্ত চট্টগ্রাম এর আকবরশাহ থানার সিডিএ এক নম্বর রেলস্টেশন এলাকায় তিনি এ পাঠশালা গড়ে তোলেন শিক্ষিকা নিয়ে গত ১৪ ই আগষ্ট থেকে শুরু হয় সমাজের সুবিধা বঞ্চিত শিশুদের জন্য ব্যাতীক্রমধর্মী এ পাঠশালাটির যাত্রা। প্রথম দিনেই শিক্ষার্থীর উপস্থিতি ছিল ৫০ জন। এখানে যারা পড়াশুনা করছে তারা সবাই কোন না কোন কাজের সাথে জড়িত। কেউ ভিক্ষা বৃত্তি, কেউ বা বাসা বাড়িতে কাজ করাসহ এমন কী অপরাধমূলক কাজের সাথে জড়িত। এসব শিশুর জঘন্য কর্মকান্ড থেকে ফিরে আনার লক্ষ্যে এ পাঠশালার যাত্রা শুরু হয়। এখানে প্রতিটি শিক্ষার্থীদের মায়ের মমতা ও বাবার স্নেহ দিয়ে পড়ানো হচ্ছে। এ পাঠশালা থেকেই শিশুশিক্ষার্থীদের দেয়া হয় বই খাতাসহ শিক্ষা উপকরণ।
এখানে প্রাক-প্রাইমারি স্তরের শিক্ষা দেয়া হয়। এ পাঠশালার শিক্ষার্থীদের বয়স ৬ থেকে ১২ বছরের মধ্যে। অক্ষর জ্ঞান ছাড়াও এখানে নৈতিক বিষয়ে শিক্ষা প্রদান করেন পাঠশালার শিক্ষক। পাঠশালাটি পড়াশুনা শুরু হয় জাতীয় সংগীত দিয়ে। তারপর পবিত্র কোরাআন তালাওয়াতের মাধ্যমে শুরু হয় পাঠদান। এবং জহিরুল ইসলাম সাদি অফিস ছুটির পরে তিনি সে পাঠশালায় সময় দেন। এ পাঠশালাটি কোন সংগঠনের নং এটি তার একান্ত ব্যক্তিগত উদ্যোগের মাধ্যমে শুরু হয়।
এবং তাকে সহায়তা করেন কাউখালী উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের ছেলে নাঈম সালেহীন প্রিন্স, পুলিশ সার্জেন্ট ওমর ফারুক মজুমদার, আব্দুর রহমান , জহির সরকার ও কাতার প্রবাসী জিকু ধর। জহিরুল ইসলাম সাদি বলেন দেশের এরকম যত বস্তি আছে সব বস্তিতে ফ্রী শিক্ষা ক্যামপ হিসেবে, পাঠশালা নামক একটি সংগঠন গড়ে তোলার স্বপ্ন দেখেন।