সুন্দরবনের খালে মৎস্য আহরনের অভিযোগে দুই জেলেকে আটক করেছে পুলিশ
নিষিদ্ধ সময়ে সুন্দরনের খালে মৎস্য আহরনের অভিযোগে মোংলায় দুই জেলেকে জরিমানা করা হয়েছে। রবিবার(১৯ জুলাই) দুপুরে সুন্দরবনের জয়মনি খালে নিষিদ্ধ নেট জাল দিয়ে পোনা আহরনের সময় তাদের আটক করে মোংলা থানা পুলিশ। এসময় জব্দ করা হয় একটি নৌকা ও দুইশত মিটার নেটজাল।আটককৃতরা হলেন সিগনাল টাওয়ার এলাকার বাসিন্দা মোঃ আলামিন(২৪) ও মোঃ ডালিম(৪৫)। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই জেলেকে চার হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) নয়ন কুমার রাজবংশী। জব্দকৃত জাল পুড়িয়ে নষ্ট করা হয়। মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী জানান, সুন্দরবনের বনজ ও মৎস্য সম্পদ রক্ষায় চলতি মাসে অভিযান শুরু করে মোংলা থানা পুলিশ। গত ৩ জুলাই অভিযান কার্যক্রমের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা পুলিশ সুপার পংকজ চন্দ্র রায়।