গতকাল শনিবার যথাযত প্রক্রিয়ার মাধ্যমে গোপালগঞ্জ জেলা উকিল বারের নির্বাচন সম্পন্ন হয়েছে।
সকাল ১১টা থেকে ২০৩ টি ভোট নিয়ে ভোট গ্রহন আরম্ভ হয়। ভোট গ্রহন শেষ হয় বিকাল ৫ টায়। মোট ২০১ টি ভোট গ্রহন হয়।
নির্বাচনে প্রতিদ¦ন্দীতা হয় ২টি প্যানেলে। তার মধ্যে সভাপতি সুনীল কুমার দাস, সাধারন সম্পাদক আলহাজ¦ এম জুলকদর রহমান এবং প্রতিদন্দি প্রার্থী ছিলেন রবিউল আলম, সরদার মোহাম্মাদ মোহাব্বত আলী। বিজয়ী সভাপতি- ১১০ ভোট পেয়ে ও সাধারন সম্পাদক ১৭১ ভোট পেয়ে জয়লাভ করেন। ১৪৫ ভোট পেয়ে ১ম সহ-সভাপতি হিসাবে জয়লাভ করেন সামছুন্নাহার ।