চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কন্টেইনার ডিপোতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার দিনভর ফায়ার সার্ভিসের অভিযোগ ছিল, তারা ডিপোর মালিকপক্ষের কাউকে খুঁজে পাচ্ছেন না। অবশেষে রাতে একটি বিবৃতি দিয়েছে বিএম কন্টেইনার ডিপো কর্তৃপক্ষ। বিবৃতিতে বলা হয়েছে, বিএম কন্টেইনার ডিপোর পক্ষ থেকে প্রত্যেক নিহতের পরিবারকে দেওয়া হবে ১০ লাখ টাকা করে।
এছাড়া যারা গুরুতর আহত কিংবা অঙ্গহানি হয়েছে, তারা পাবেন ৬ লাখ টাকা করে। যারা আহত হয়েছেন, তাদেরকে দেওয়া হবে ৪ লাখ টাকা করে।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এসব কথা জানিয়েছেন বিএম কন্টেইনার ডিপোর জেনারেল ম্যানেজার মেজর (অব.) শামসুল হায়দার সিদ্দিকী। বিবৃতিতে দুর্ঘটনার জন্য গভীর দুঃখ প্রকাশ করা হয়েছে। এদিকে, চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মো. ইলিয়াস চৌধুরী বলেন, সময় যত গড়াচ্ছে, ততই বাড়ছে মৃতের সংখ্যা। পুড়ে যাওয়া কন্টেইনারের আশপাশ থেকে বের করে আনা হচ্ছে একের পর এক মৃতদেহ।
তিনি আরও বলেন, প্রায় দুই শতাধিক দগ্ধ মানুষের চিকিৎসা চলছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে। যাদের অবস্থা খুবই ক্রিটিক্যাল, তাদেরকে হেলিকপ্টারে ঢাকায় পাঠানো হচ্ছে। পরিস্থিতি যা, তাতে মৃত্যুর সংখ্যা আরও অনেক বাড়বে বলেই মনে হচ্ছে।
গত ৪ জুন শনিবার রাত ৯টা ২৫ মিনিটে বিএম কনটেইনার ডিপোতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর মুহূর্তের মধ্যে চারদিকে আগুন ছড়িয়ে পড়ে।