সিলেট রেঞ্জের ২০২৩ সালের জুলাই-সেপ্টেম্বর মাসের ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা সিলেট রেঞ্জ,আলমপুর কার্যালয় সম্মেলন কক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়।
সিলেট রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ে কর্মরত পুলিশ সুপার (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট), জনাব নাছির উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় উক্ত সভায় সভাপতিত্ব করেন;সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার) পিপিএম।
উক্ত সভায় সিলেট রেঞ্জের সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি,গ্রেফতারী পরোয়ানা তামিল,মাদক উদ্ধার ও ট্রাফিক ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্যাটাগরিতে ভাল কাজের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠত্ব অর্জনকারী পুলিশ সদস্যদের পুরস্কার এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়।
পুরস্কার প্রাপ্তদের মধ্যে আনুপাতিক হারে অধিক মামলা ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তির মাধ্যমে জেলার অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় অবদান রাখায় রেঞ্জের চার জেলার মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসাবে সিলেট জেলাকে বিশেষ পুরস্কারে পুরষ্কৃত করা হয়।
তাছাড়া সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ সার্কেল অফিসার;- জনাব সাহিদুর রহমান,সহকারি পুলিশ সুপার, গোয়াইনঘাট সার্কেল,সিলেট। শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ- জনাব মোঃ বদরুল হাসান,অফিসার ইনচার্জ,দোয়ারাবাজার থানা,সুনামগঞ্জ। শ্রেষ্ঠ কোর্ট পুলিশ পরিদর্শক-জনাব মোঃ ইউনুছ মিয়া,কোর্ট পুলিশ পরিদর্শক,মৌলভীবাজার জেলা। শ্রেষ্ঠ ওসি ডিবি-জনাব মোঃ আশরাফুল ইসলাম,অফিসার ইনচার্জ,জেলা গোয়েন্দা শাখা,মৌলভীবাজার জেলা। শ্রেষ্ঠ টিআই- জনাব মোঃ রফিকুল ইসলাম মৃধা,সদর ট্রাফিক,সিলেট। শ্রেষ্ঠ সার্জেন্ট-জনাব সাজিদ আহমেদ মুখলেছ,শায়েস্তাগঞ্জ ট্রাফিক জোন,হবিগঞ্জ জেলা। শ্রেষ্ঠ এসআই-জনাব আনোয়ার মিয়া,কুলাউড়া থানা,মৌলভীবাজার জেলা।
সর্বোচ্চ গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তিকারি এসআই জনাব মোঃ মমিনুল ইসলাম,পিপিএম, হবিগঞ্জ সদর মডেল থানা,হবিগঞ্জ জেলা। শ্রেষ্ঠ এএসআই-শিবলু মজুমদার,হবিগঞ্জ সদর মডেল থানা,হবিগঞ্জ জেলা। মামলার রহস্য উদ্ঘাটনকারী তদন্তকারী কর্মকর্তা যথাক্রমে-এসআই (নিঃ) মোঃ শামীম আল মামুন,মধ্যনগর থানা,সুনামগঞ্জ। এসআই (নিঃ) দীন মোহাম্মদ,মাধবপুর থানা, হবিগঞ্জ। এসআই (নিঃ) মোঃ সোহেল মাহমুদ, কানাইঘাট থানা,সিলেট। এসআই (নিঃ) আনোয়ার মিয়া,কুলাউড়া থানা,মৌলভীবাজার জেলা।
এছাড়াও সিলেট রেঞ্জের ০৪টি জেলার ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত ০৫ বছরের বিভিন্ন খাতের অপরাধ পরিসংখ্যান এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ০৩ বছরের বিজ্ঞ আদালতে বিচারাধীন,সাজা এবং খালাস মামলার তথ্যাদি পর্যালোচনা করে দাপ্তরিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় রেঞ্জ ডিআইজি কার্যালয়,সিলেটে কর্মরত সহকারি পুলিশ সুপার জনাব মোঃ নাজিম উদ্দিন ও সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তদন্তকারী কর্মকর্তাদের এমসি সংগ্রহ,পিএম রিপোর্ট সংগ্রহ এবং পুলিশ সদস্যদের চিকিৎসায় সহযোগিতা করে গুরুত্বপূর্ণ অবদান রাখায় কং/১২২৫ মোঃ জনি চৌধুরীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।
ডিআইজি মহোদয় সমাপনী বক্তব্যে ভোক্তভোগী লোকজন পুলিশের নিকট সেবা প্রাপ্তির উদ্দেশ্যে আসলে যাতে হয়রানির স্বীকার না হন সে ব্যাপারে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেন। তাছাড়া রেঞ্জের সার্বিক আইন-শৃংখলা স্বাভাবিক রাখার লক্ষ্যে সুষ্ঠুভাবে মামলা তদন্ত,অধিক হারে গ্রেফতারি পরোয়ানা তামিল এবং পাসপোর্ট ও ক্লিয়ারেন্স প্রাপ্তীতে যাতে কোন লোক হয়রানি না হয় সে ব্যাপারে গুরুত্বারোপ করেন।