উত্তরাঞ্চলে তিস্তার পানি বেড়ে এখনই প্লাবিত বিভিন্ন এলাকা,এর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে যে বৃষ্টি হচ্ছে,তা আরও কয়েক দিন চলবে বলেই আভাস মিলেছে। লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে দু-তিন দিন ধরেই সারাদেশে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে। সিলেট বিভাগে অক্টোবরের প্রথম থেকেই কম বেশি বৃষ্টি হয়েছে। তবে বৃহস্পতিবার (০৫ অক্টোবর) থেকে বেড়েছে বৃষ্টির প্রবণতা। শুক্রবার (৬ অক্টোবর) সকাল থেকেই সিলেট গুড়ি গুড়ি থেকে ভারি বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে পথঘাট ঢুবে গিয়েছে,বাসাবাড়ি থেকে অনেকেই বের হতে পারছেননা কৃত্রিম নগরায়নের জলাবদ্ধতার কারণে।
এদিকে জনজীবন স্থবির হয়ে পড়ায় খেটে খাওয়া মানুষের কপালে দুশ্চিন্তার ভাজ। সিলেট আবহাওয়া অফিস সুত্রে জানা গিয়েছে, শনিবার থেকে কমতে পরে বৃষ্টি,তবে আগামী রবিবার প্রতি ঘন্টায় ১০-১৫ কিলোমিটার হাওয়ার বেগে বজ্রবিদ্যুৎসহ ঝড় হতে পারে এবং তাপমাত্রা সর্বনিম্ন ৯০ ডিগ্রি সেলসিয়াস যা পরিবর্তনশীল থাকবে। তবে সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। রোববার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। সিলেট আবহাওয়া অফিস সূত্রে আরও জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টি হয়েছে ৫০.৮ মিলিমিটার। শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ২৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে সিলেটে। আর সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সিলেটে ২৫.৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে,যা রাত পর্যন্ত পরিবর্তনশীল।
সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব আহমদ জানান,বঙ্গোসাগরে লঘুচাপ অবস্থান করছে। এর প্রভাবে বিভাগে বৃষ্টি হচ্ছে। সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় শুক্রবার হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। শনিবার থেকে বিভাগে কমতে পরে বৃষ্টিপাত। এ সময় দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানান তিনি।
প্রসঙ্গত,সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বঙ্গোপসাগরে বজ্রমেঘ সৃষ্টি অব্যাহত থাকায় শুক্রবারও চট্টগ্রাম, পায়রা,মোংলা ও কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া অধিদপ্তর শনিবারের পূর্বাভাসে জানিয়েছে,ঢাকা,ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর,রাজশাহী ও খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।