সাহাপুর ইউনিয়ন বাসীর সেবা করতে চান তরুণ চেয়ারম্যান প্রার্থী উদিত বল

গোপালগঞ্জ সদর উপজেলার ১০নং সাহাপুর ইউনিয়ন বাসীর ভালোবাসা নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চান তরুণ সমাজ সেবক ও সুশিক্ষিত সাবেক ছাত্রলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী উদিত বল (লিখন)। নিঃস্বার্থভাবে সেবা করতে চান ইউনিয়ন বাসীর। পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি (বুধবার) অনুষ্ঠিতব্য গোপালগঞ্জ সদর উপজেলার ১০নং সাহাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চশমা প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতীক বরাদ্দ পেয়ে তিনি এক গ্রাম থেকে আরেক গ্রামে, এক পাড়া থেকে আরেক পাড়ায়, হাট-বাজার, পাড়া-মহল্লায় ভোটারদের নিকট গিয়ে দোয়া ও আশীর্বাদ চেয়ে ভোট প্রার্থনা করেছেন। আজ সোমবার (৩ জানুয়ারি) নির্বাচনী প্রচার-প্রচারণার সময় তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, আমি জনগণের ভোটে নির্বাচিত হলে সাহাপুর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরিত করবো। ইউনিয়নবাসীকে সাথে নিয়ে মাদকমুক্ত, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধ, রাস্তাঘাট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির সংস্কার সহ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করবো। ইউনিয়ন পরিষদকে দুর্নীতি মুক্ত রেখে সরকার প্রদত্ত বিভিন্ন ভাতার সুষম বণ্টন করে জনগণের প্রাপ্তি শতভাগ নিশ্চিত করবো। আর এভাবেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে উঠবে। দেশের মানুষ সুফল পাবেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *