সারাদেশের মতো নরসিংদী তেও নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করুন

সৈয়দা ফারহানা কাউনাইন সালেক আহামেদ পলাশ করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় নরসিংদীর মেহেরপাড়ায় মাস্ক ও সুরক্ষা সামগ্রী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন বলেন, আমাদের সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলতে হবে। নো মাস্ক নো সার্ভিস বাস্তবায়ন করতে হবে। মাস্ক ছাড়া কোন সেবা দিবেন না। আমাদের সকলের সমন্বিত প্রচেষ্টায় আল্লাহর রহমতে ভালোভাবেই মোকাবেলা করতে সক্ষম হয়েছি। নরসিংদী জেলার সকল ইউনিয়নে গৃহিত সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দ্বিতীয় ঢেউ ও মোকাবেলা করতে পারবো ইনশাআল্লাহ।

২১ নভেম্বর মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার উপপরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি। স্বাগত বক্তব্য রাখেন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাহবুবুল হাসান। এসময় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শাহ আলম মিয়া, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, মুক্তিযোদ্ধাসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ। ২০১৯ – ২০২০ অর্থ বছরের এলজিএসপি- ৩ (বিবিজি)’র অর্থায়নে নরসিংদী জেলার ৭১ টি ইউনিয়নের প্রায় ১৯ লক্ষ জনসংখ্যার মধ্যে প্রত্যেককে ২ টি করে প্রায় ৩৯ লক্ষ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ অন্যান্য স্বাস্থ্য সুরক্ষা বিতরণ করা হবে। আলোচনা শেষে, প্রধান অতিথি সৈয়দা ফারহানা কাউনাইন জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, ইমাম, ব্যবসায়ী, রিক্সাওয়ালা, আনসার, ভিডিপি, শ্রমিকসহ সকল পেশার প্রতিনিধিদলের মাঝে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেন।

অনুরূপভাবে শিবপুর, পলাশ, রায়পুরা, বেলাব ও মনোহরদী উপজেলার নির্বাহী অফিসারগণ একই সময়ে ৫ টি ইউনিয়নে আনুষ্ঠানিকভাবে মাস্ক ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। আজ জেলার ৭১ টি ইউনিয়নে প্রায় ২ লক্ষ মাস্ক বিতরণ করা হয়। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৬১ হাজার মাস্ক বিতরণ করা হয়। এরমধ্যে চিনিশপুর ইউনিয়নে ৩ হাজার, হাজিপুর ইউনিয়নে ৩ হাজার, নজরপুর ইউনিয়নে ৩ হাজার, নুরালাপুর ইউনিয়নে ৫ হাজার, শিলমান্দী ইউনিয়নে ৫ হাজার, মহিষাশুড়া ইউনিয়নে ৩ হাজার, পাইকারচর ইউনিয়নে ৫ হাজার, পাঁচদোনা ইউনিয়নে ৫ হাজার, আমদিয়া ইউনিয়নে ৫ হাজার, চরদিঘলদী ইউনিয়নে ৩ হাজার, আলোকবালী ইউনিয়নে ৩ হাজার, কাঁঠালিয়া ইউনিয়নে ৫ হাজার, করিমপুর ইউনিয়নে ৩ হাজার এবং মেহেরপাড়া ইউনিয়নে ১০ হাজার মাস্ক বিতরণ করেন ইউপি চেয়ারম্যানগণ। স্বাস্থ্য বিধি মেনে চমৎকার আয়োজনের জন্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন মেহেরপাড়া ইউপি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টজনদের ধন্যবাদ জানান



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *