সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে ময়মনসিংহে গণ অনশন ও গণ অবস্থান।

সারাদেশে সংঘঠিত সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণ অনশন ও গণ অবস্থান পালন করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখা। শনিবার সকালে নগরীর শহীদ ফিরোজ-জাহাঙ্গীর চত্বরে অবস্থান নিয়ে গণ অনশন পালন করছে তারা।

এসময় মানববন্ধনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি এডভোকেট বিকাশ রায়, সাধারণ সম্পাদ পবিত্র রঞ্জন দে, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক উত্তম চক্রবর্তী রকেটসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। বক্তারা সাম্প্রদায়িক সহিংসতাকারিদের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স ঘোষণার দ্রত বাস্তবায়নসহ সাম্প্রদায়িক মহলের সর্বনাশা চক্রান্ত প্রতিরোধে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ ভুমিকার আহবান জানান।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *