এম এম ছাদ্দাম হোসেন, ঢাকা প্রতিনিধিঃ
সাভার পৌর এলাকার বনপুকুর মহল্লার ওয়াপদা রোডে ৬ তলা বিশিষ্ট একটি ভবনের বেজমেন্ট ধসে অন্য একটি ভবনের ওপর হেলে পড়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সাভার পৌর কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিরাপত্তার স্বার্থে ভবনটির বাসিন্দাদের অন্যত্র সরে যেতে বলা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে পৌর এলাকার ওয়াপদা রোডে অবস্থিত মজিদা আক্তার শিরিন এর মালিকানাধীন ৩/২ নম্বর হোল্ডিং এর প্রিয়াঙ্কা ম্যানশন নামক বাড়িটি পার্শ্ববর্তী অপর একটি ভবনের ওপর হেলে পড়ে।
খবর পেয়ে সাভার পৌরসভার মেয়র আব্দুল গণি, স্থানীয় কাউন্সিলর সানজিদা শারমিন মুক্তা, পৌরসভার প্রধান প্রকৌশলী শরিফুল ইমাম, সহকারী প্রকৌশলী মোহাম্মদ আলম মিয়া, সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার ফরহাদ হোসেনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।
এসময় ভবনটি ঝুঁকিপূর্ণ মনে করায় প্রশাসনের পক্ষ থেকে ভবনের বাসিন্দাদের কে অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়। নির্দেশনা অনুযায়ী বাসিন্দারা নিরাপদ আশ্রয়ে চলে যায়। তবে ভবনটির কোনো অনুমোদন রয়েছে কিনা তেমন কোনো কাগজপত্র দেখাতে পারেনি মালিকপক্ষ।