সাব্বির আহমেদ এর বিদায় লগ্নে কাশিয়ানীবাসীর হৃদয় অশ্রুসিক্ত
কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার জনাব সাব্বির আহমেদ এর বিদায় লগ্নে কাশিয়ানীবাসীর হৃদয় অশ্রুসিক্ত। ইবাদুল রানা কাশিয়ানী প্রতিনিধি গত ০৫/০৮/২০২০ বুধবার নবনির্মিত উপজেলা ভবন অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব সাব্বির আহমেদের বিদায় সংবর্ধনা অনাড়ম্বর অনুষ্ঠান আয়োজন করে উপজেলা পরিষদ। দীর্ঘ নয় মাসের মহা কর্মজজ্ঞ ঘটিয়ে প্রমোশন জনিত বদলিৱ কারণে আজ বিদায় নিলেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার সততা, যোগ্যতা, দক্ষতা, মেধা, কর্মপরিকল্পনা ও নির্ভীক পদক্ষেপ উপজেলার প্রতিটি ক্ষেত্রে টেকসই উন্নয়ন, সরকারি সুবিধাদি সঠিকভাবে বন্টন, করোনা মহামারী মোকাবেলা ও দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করে কাশিয়ানীকে একটি মডেল উপজেলা হিসেবে দৃষ্টান্ত স্থাপন করেছেন। দুঃখী ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছিলেন মানবতার ফেরিওয়ালা আর সকল সমস্যা ও প্রয়োজনের কেন্দ্রবিন্দু। গণমানুষের সাথে তার এই সখ্যতা তাকে কাশিয়ানী বাসীর কাছে কাশিয়ানীর মানুষ করে তুলেছে। তার ডায়নামিক ব্যক্তিত্ব ও নানামুখী কর্মকাণ্ড ও অসমাপ্ত কার্যক্রম এগিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিজ্ঞা ব্যক্ত করে এই অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মুক্তার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব কাজী জাহাঙ্গীর আলম, কাশিয়ানী সদর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি জনাব আনোয়ার হোসেন আনু, কাশিয়ানী সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব মোঃ মসিউর রহমান খান, আওয়ামী প্রজন্ম লীগের যুগ্ম আহবায়ক জনাব খালিদ হোসেন লেবু ও কাশিয়ানীৱ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।