টুঙ্গিপাড়ায় দূষণ মুক্ত পরিবেশ গড়তে স্বেচ্ছায় কাজ করে যাচ্ছে এক ঝাঁক তরুণ

পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে আমাদের দৃপ্ত শপথ “তোমার হাতে গড়া এ বাংলাদেশ, দূষণকে বলি না, ময়লার দিন শেষ! এই প্রতিপাদ্য কে সামনে রেখে বিডি ক্লিন টুঙ্গিপাড়ার উদ্যোগে পরিষ্কার হয়েছে টুঙ্গিপাড়ার ঐতিহ্যবাহী পাটগাতি বাজার, বাস স্টান্ড সংলগ্ন লেক পার।

আজ ১১ই সেপ্টেম্বর শনিবার পাটগাতি বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে পাটগাতি বাজার পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়। এবিষয়ে তাদের সাথে মতবিনিময় কালে বিডি ক্লিন টুঙ্গিপাড়ায় সমন্বয়ক ফুয়াদ মাহবুব দৈনিক শতবর্ষ কে বলেন, বাঙালি জাতির পিতা, বঙ্গবন্ধুর দেশপ্রেমী আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে সারা দেশের সকল নাগরিকগণকে সাথে নিয়ে আমরা বিডি ক্লিন নতুন প্রজন্মের জন্য গড়ে দিব পরিচ্ছন্ন, জীবাণুমুক্ত ও বাসযোগ্য বাংলাদেশ। করোনা মহামারির ভয়ানক পরিস্থিতি জেনেও বাঙালি জাতির জনক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূন্যভূমি পরিষ্কার করলো, বিডি_ক্লিন_টিম_টুঙ্গিপাড়া! প্রতিকুল এই পরিস্থিতিতে এমন আয়োজন সত্যিই অনেক বেশি দুঃসাহসিক পদক্ষেপ।

 

তবুও যার হাতে গড়া এই বাংলাদেশ তার জন্মশতবার্ষিকীর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা স্বীকার করতে নির্ভীক বিডি ক্লিন সদস্যদের সামনে আর কোন পথ খোলা ছিলনা। মহান রাব্বুল আল-আমিনের প্রতি পরিপূর্ণ ভরসা রেখেই পরিচালিত হয়েছে দেশব্যাপী পরিষ্কার অভিযান। নিশ্চয়ই মহান রাব্বুল আল-আমিন আমাদের প্রতি সহায় ছিল বলেই সকল প্রকার স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে আমরা এ আয়োজনকে সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। তিনি বলেন এই কার্যক্রম আরো সুন্দর ও সফল হতে সাহায্য করেছেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম সহ সমাজের সর্বস্তরের মানুষ।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিডি ক্লিন টুঙ্গিপাড়ায় সমন্বয়ক ফুয়াদ মাহবুব, বিডি ক্লিন টুঙ্গিপাড়ার উপ সমন্বয়ক রেজওয়ান, বিডি ক্লিন টুঙ্গীপাড়া সহ সমন্বয়ক সোহান শিকদার, বিডি ক্লিন টুঙ্গীপাড়া লজিস্টিক ইতিমাদুল হক, বিডি ক্লিন টুঙ্গিপাড়ার আইটি এন্ড মিডিয়া সমন্বয়ক তামিম সহ আরো অন্যান্য সদস্যবৃন্দ



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *