সাধারন মানুষের দোড়গোরায় পুলিশের সেবা পৌছানোর কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান
ইবাদুল রানা, কাশিয়ানী প্রতিনিধি : কাশিয়ানী থানার পুলিশি সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে (উপরস্ত কর্মকর্তা এর নির্দেশে) বিট পুলিশিং এর কার্জক্রম শুরু করেছেন কাশিয়ানী থানার ওসি জনাব আজিজুর রহমান।
সাধারন মানুষের দোড়গোরায় পুলিসের সেবা পৌছানোর কাশিয়ানী থানার ওসি আজিজুর রহমান সহ থানার অনন্য অফিস্যার মিলে প্রতিটা ইউনিয়নে বিট পুলিশিং এর কার্জক্রম শুরু করেছেন। ইতি মধ্য ২২-০৬-২০২০ইং তারিখে কাশিয়ানী থানাধীন মাহমুদপুর ইউনিয়ন ও রাতইল ইউনিয়নে বিট পুলিশিং উদ্ধাধন করেন আইনগত পরিকাঠামোর সীমাবদ্ধতার মাঝে এসব উদ্যোগ নি:সন্দেহে পুলিশের ভুমিকাকে আরও উজ্জল করবে এবং পুলিশের প্রতি জনগনের আস্থার সংকট কাটিয়ে পুলিশ জনতার সম্পকোন্নেয়নে গুরুত্বপৃর্ন ভুমিকা পালন করবে