সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার


২৫ নভেম্বর ২০২০ খ্রিঃ বিকাল অনুঃ ০৪.০০ টার সময় গোবিন্দগঞ্জ থানার এএসআই মাসুদের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে পারিঃ মামলা নং ৬৮/১৫ সংক্রান্তে ০৩ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামী শাহাদত শেখ(৪০)পিতা আবুল কালাম সাং উত্তর বার্ণা আকুব থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা কে শীবগন্জ থানার দাড়ীদহ এলাকা হতে গ্রেফতার করে থানাসূত্রে জানাযায়, সে দীর্ঘ দিন হতে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি।