প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৩, ২০২৫, ৩:৪০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২২, ১০:০৯ অপরাহ্ণ
সাউদার্ণ জার্নালিস্ট ইউনিটির শ্রদ্ধা,ভালোবাসায় পালিত মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
নাজিরপুর সহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন উপজেলায় সাউদার্ণ জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে শ্রদ্ধা ও ভালবাসায় পালিত হলো মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
মায়ের ভাষার মর্যদা রক্ষার দাবিতে জীবন উৎসর্গকারী শহীদদের পরম শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণের মধ্যদিয়ে সারাদেশের ন্যায় দক্ষিনাঞ্চলীয় সাউদার্ণ জার্নালিস্ট ইউনিটি পালন করেছেন মহান শহীদ ও আন্তার্জাতিক মাতৃভাষা দিবস। প্রভাতফেরির মাধ্যমে শহীদ মিনারে জড়ো হন নানা শ্রেণি-পেশার মানুষ ও সংগঠন।
এ সময় শ্রদ্ধার ফুল হাতে নিয়ে ১ মিঃ নিরাবতা পালন করে শোকের আবেশে সাদা-কালো পোশাকে খালি পায়ে তারা এগিয়ে যান শহীদ মিনারের দিকে। একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিবাদন জানানো হয়। পরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান উপজেলা আওয়ামী লীগ, ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এছাড়া উপজেলার বিভিন্নদপ্তর ও প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ।
এরপর শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হলে হাজারো মানুষের ঢল নামে। আওয়ামী লীগ, বিএনপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের পাশাপাশি শিশু-কিশোর, বৃদ্ধ সবাই ফুল হাতে শ্রদ্ধা আর ভালোবাসা জানাতে আসেন ভাষা শহীদদের প্রতি।
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত