গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলাধীন ওড়াকান্দি ইউনিয়নের আরকান্দি গ্রামে গত বৃহাস্পতিবার ৩/৬/২০২১ তারিখ আনুমানিক দুপুর ২.৩০ মিনিটে সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি ঘটে।
এ সময় ডিবিসি টেলিভিশন এর গোপালগঞ্জ প্রতিনিধি সুব্রত সাহা বাপ্পি(৪৪) তার ক্যামেরাম্যান সজীব বিশ্বাস (২৪) চ্যানেল ২৩ কাশিয়ানী প্রতিনিধি পরশ উজির(৪০) উক্ত গ্রামের মোঃ মানি তালুকদারের(৪৬) বাড়িতে তথ্য সংগ্রহের জন্য এই সাংবাদিকরা উপস্থিত হয় উল্লেখ্য মানিক তালুকদার এর মেয়ে মনিরা খানম ও একই গ্রামের অসিত বৈরাগী প্রেমঘটিত কারণে উভয়ই ৩০/৫/২০২১ তারিখে বিষপান করলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হয় এবং অসিত বৈরাগী খুলনা মেডিকেলে মৃত্যুবরণ করেন। মনিরা খানম অদ্যবধি পর্যন্ত মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এমতবস্থায় মানি তালুকদারের বাড়িতে উক্ত সাংবাদিকরা বিভিন্ন তথ্য জানতে চায়।
একপর্যায়ে মানি তালুকদার তাদের উপর ক্ষিপ্ত হয় এবং ৫০/৬০ লোক সহ তাদেরকে বেধড়ক মারপিট করে এবং ক্যামেরাম্যান মারাত্মক আহত হয়।পরবর্তীতে ওনাদেরকে প্রশাসনের সহায়তায় উদ্ধার করা হয় ও মানী তালুকদারকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। এদিকে মানি তালুকদারের সাথে যোগাযোগ করে জানা যায় - তিনি বলেন সাংবাদিক বাপ্পি আমার বাড়িতে গিয়ে বিরূপ আচরণ শুরু করে এবং আমি অসিত বৈরাগীর মৃত্যুর জন্য নাকি আমি দায়ী? আরও নানা ধরনের প্রশ্ন করে বাড়ীর লোকজনদের বকায়দার ফেলার চেষ্টা করেন।
এমতাবস্থায় আমার ভাতিজা বাপ্পি ভাইকে জিজ্ঞাসা করেন আপনারা কি নিউজ এর সাথে জড়িত তখন তাকে থাপ্পর দেয়। পাশেই আমার বড় মেয়ে মুন্নি খানম এগিয়ে বলে আপনারা কি নিউজ করতে এসেছেন? আমার ভাইরে কেন থাপ্পড় মারলেন? তাৎক্ষণিক বাপ্পি আমার মেয়েকে কান মুখ ঘুরিয়ে থাপ্পড় মারে আমার মেয়ে চিল্লাইয়া কান্নাকাটি করছে আমি ঘরে ছিলাম বের হয়ে বাপ্পি ভাই কে বলি আপনি কি শুরু করছেন তখন আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি শুরু করে এক পর্যায়ে আমরা তাদেরকে মারপিট করে আটকে রাখি।
এ ঘটনায় সুব্রত সাহা বাপ্পি বাদী হয়ে কাশিয়ানী থানায় মামলা দায়ের করেন মামলা নম্বর তারিখ ০৪/০৬/২০২১/ ধারা ১৪৩/৩২৩/৩২৫/৩০৭/৩৭৯/৪২৭/৫০৩/১১৪/ সাংবাদিকদের উপর এমন আচরনে স্থানীয় সাংবাদিকরা ও কাশিয়ানী রিপোর্টার্স ফোরাম এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। এবং সুষ্ঠ তদন্তপূর্কক বিচারের দাবি জানিয়েছেন।