সাংবাদিক রনিকা বসু(মাধুরী র) বোনের একমাত্র কন্যার জন্মবার্ষিকীতে শুভেচ্ছা ও অভিনন্দন
আজ নভেম্ভর ২-১১-২০২০ রোজ সোমবার সাংবাদিক রণিকা বসু(মাধুরীর) বোনের কন্যার ১০ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে আর্শিবাদ প্রার্থী তাদের পিতা/ মাতা৷সকল ভাই এবং বন্ধুরা আর্শিবাদ করবেন মোহনা মিস্রী যেন জ্ঞান,বিদ্যা ও বুদ্ধিতে বড় হতে পারে৷ও আগামীর দিনগুলো যেন সুখে পার করতে পারে৷যেন কোন অশুভ শক্তি তাকে স্পর্শ করতে না পারে৷বড় হয়ে যেন সমাজে দশের একজন হতে পারে৷এবং আগামির পথ চলা যেন শুভময় হয়৷মোহনার পিতা/মাতা বলেন আমাদের মেয়ের ১০ম জন্মবার্ষিকী উপলক্ষে সকলের কাছে আর্শিবাদ চাই আমাদের মেয়ে যেন সৃষ্টিকর্তার অসীম দয়া নিয়ে সুস্থ ও সুন্দরভাবে আগামী দিনগুলোতে সকলে আর্শিবাদ সাথে নিয়ে বড় হয়৷এবং সমাজের একজন আদর্শবান সন্তানের পিতা /মাতা হতে পারি৷ও আদর্শবান সন্তান হতে পারে আমাদের মেয়ে৷তাই সকল শ্রেনী পেশার মানুষের কাছে আর্শিবাদ চাই,আমার মেয়ের জন্য৷এবং প্রার্থনা ও আর্শিবাদ করলে সকলের কাছে চিরকৃতজ্ঞ থাকবো৷