সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালতে ৩জনকে ১১হাজার টাকা জরিমানা

 চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান করেন এতে তিনজন ব্যক্তির কাছ থেকে এগার হাজার টাকা জরিমানা আদায় করা হয়। আজ মঙ্গলবার ১০ই নভেম্বর বেলা ১২ টার সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ সাদিকুর রহমান এর নেতৃত্ব সরোজগঞ্জ বাজারে ভ্রমমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় মাস্ক পরিধান না করা এবং সড়কের পাশে মালামাল রাখার অপরাধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নিমূল) আইন, ২০১৮ এর ২৪(১) এবং দন্ডবিধি ১৮৬০ এর ২৯১ ধারায় তিনটি মামলায় তিন জন ব্যক্তিকে সর্বমোট ১১,০০০/-(এগার হাজার টাকা মাত্র) অর্থদন্ড প্রদান করেন। পাশাপাশি মাস্ক নাই, শপিং নাই এবং নিজে মাস্ক ব্যবহার করুন, অন্যকে মাস্ক পরার উৎসাহিত করুন স্লোগান সম্বলিত স্টিকার বিতরণ করেন এবং সবাইকে মাস্ক ব্যবহার করার জন্য নির্দেশ প্রদান করেন । এ সময় উপস্থিত ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ হাসানুজ্জামান মানিক যুবলীগ নেতা এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সিএ জনাব মোঃ ইসমাইল হোসেন। সহযোগিতায় ছিলেন মোঃ সোবহান আলী, পেশকার, মোবাইল কোর্ট ও প্রসেস সার্ভার জনাব মোঃ সিরাজুল ইসলাম এবং সরোজগঞ্জ ফাঁড়ি পুলিশ সদস্যরা



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *