সোমবার সকাল ১১টায় গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ের বানিয়ারচর বাজার সংলগ্ন সরকারের উন্নয়নে ( টেকেরহাট টু গোপালগঞ্জ) মহাসড়কের কাজে বাধা সৃষ্টিকারীদের বিপক্ষে মানববন্ধন প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও এলাকাবাসী। এ সময় তারা সরকারের চলমান উন্নয়নের প্রশংসা করে বলেন, সারাদেশে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ব্যাপক উন্নয়ন করে যাচ্ছে, তাই আমরা সরকারের উন্নয়নের পক্ষে। কিন্তু গোপালগঞ্জ টু টেকেরহাট মহা সড়কে কিছু কুচক্রী মহল তাদের স্বার্থ রক্ষার্থে রাস্তার মূল নকশা পরিবর্তন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বানিয়ারচর বাজারটি ধংস করার পায়তারা করছে। আমাদের দাবি টেকেরহাট টু গোপালগঞ্জ মহাসড়কের মূল নকশা অনুযায়ী রাস্তাটি পুননির্মাণ হোক। তাতে আমরা সরকারের সকল উন্নয়নে সহযোগিতা সার্বক্ষনিক করে যাব। এ সময় উপস্তিত ছিলেন, মাকেট সভাপতি হরিৎচন্দ্র বাড়োড়ী, পাপিয়া বাড়োড়ি,রকিম বৈরাগী, জোৎসনা মজুমদার,রিনা বাড়ৈ,নান্নু শেখ, ফিরোজ শেখ, বেলাল মেম্বার,পাপিয়া বাড়োড়ী,পিটার বাড়ৈ,বিধান হালদার,আন্দ্রিয় হালদার প্রমুখ। এখানে মোট ১২০টি দোকান,১০২ টি পরিবার সহ কয়েকটি মন্দির গির্জা, বাজার সরকারী সৌচাঘর, বৌবাজার রয়েছে। উল্লেখ, সাবেক ২২ ফিট চওড়া রাস্তা এখন ৪২ ফিট করা হচ্ছে।