জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী (মুজিব বর্ষ) উদযাপন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ৬ নং ওয়ার্ড ইউনিয়ন বোয়ালমারী চট্টগ্রাম সাধারণ সম্পাদক আব্দুল আজিজ জিকু ১নং ওয়ার্ড আওয়ামী লীগ।
বুধবার দুপুরে টুঙ্গিপাড়ায় পৌঁছে তিনি বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে ’৭৫ -এর ১৫ই আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকলের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এসময় বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুস সবুর, দিদারুল ইসলাম ছাত্রলীগ, মোহাম্মদ জসিম, ইসমাইল ও বিভিন্ন নেতৃবৃন্দ, স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধু ভবনে সংরক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন। এরপর তিনি সমাধিসৌধ কমপ্লেক্সের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।