সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মমসম্মানিত হলেন উলপুর ইউপি চেয়ারম্যান
মিরাজুল ইসলাম সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য আবারো সম্মানিত হলেন গোপালগঞ্জের এক বীর মুক্তিযোদ্ধার কৃতি সন্তান ও সদর উপজেলার ১২নং উলপুর ইউনিয়ন পরিষদের সফল চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল)।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে “স্বাধীনতা গোল্ড এ্যাওয়ার্ড ২০২১”বাংলাদেশ সম্মিলিত সাংস্কৃতিক সোসাইটির উদ্যোগে মঙ্গলবার (০৯ মার্চ ) বিকালে রাজধানীর তোপখানা রোডে বাংলাদেশ শিশু কল্যাণ মিলনায়তন পরিষদে এক অনাড়ম্বর অনুষ্ঠানে চেয়ারম্যান মোঃ কামরুল হাসান (বাবুল)কে এ পদক তুলে দেওয়া হয়। এছাড়া জনপ্রতিনিধি হিসেবে নিজ এলাকায় উন্নয়ন কর্মকাণ্ড ছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ চোখে পড়ার মতো। গণমাধ্যমকে চেয়ারম্যান মোঃ কামরুল হাসান বাবুল জানান, আমি সেবক হিসেবে জনগণের দোরগোড়ায় অতীতেও যেভাবে সেবা পৌঁছে দিয়েছি ভবিষ্যতেও সে ভাবে পৌঁছে দিবো।
(Older) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গোপালগঞ্জ সফর উপলক্ষে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত