যে মেয়েটা খুব সহজেই হাসে,,
তার কষ্ট গুলো একবার জানার চেষ্টা করে দেখো,,
হয়ত তোমার ভুল ভেঙে যাবে।।
যে মেয়েটার ছেলে বন্ধু অনেক বেশি,,
সে খারাপ নয় সে অনেক বেশি মিশুকে।।
যে মেয়েটা ছেলেদের পাশে বসে কাঁধে হাত রেখে সিগারেট খায়,,
তাকে ঘৃণা করো না,,
কারণ সে অনেক বেশি সাহসী তাই এমনটা করতে পেরেছে!!
যে মেয়েটা ওয়েশ্টার্ন পোষাক পরে বলে,,
সমাজ তার দিকে আঙুল তোলে,,
আসলে সে মেয়েটা খারাপ নয়,,
দুঃখ শুধু একটাই,,এই সুশীল সমাজের দৃষ্টিভঙ্গি সে বদলাতে পারেনি।।
যে মেয়েটার ফ্রেন্ডলিস্ট এ অনেক ছেলে বন্ধু,,
সে খারাপ নয়,,
সে নিজের মতো বাঁচতে চায়।।
যে মেয়েটার শার্ট প্যান্ট পরে চলাফেরা দেখে,,
সমাজের কালো চশমা পড়া সুশীল লোকজন হাসাহাসি করে,,
সেই মেয়েটার কষ্টের দিন,,
সমাজের লোকজন কিন্তু সঙ্গে থাকে না!!
যে মেয়েটা খুব বেশি হাসাহাসি করে,,
অন্যকে জ্বালাতন করে,,
চেঁচিয়ে কথা বলে কিংবা,,
অল্পতে রেগে যায়,,
তার জীবনের গল্পকথা শুনো একদিন,,
তোমার চেনা জীবনের গল্পের সাথে,,
তার কথা মিলবে না কিছুতেই।।
যে মেয়েটা বৃষ্টিতে ভিজলে,,
তুমি তাকে পাগল বলো,,
একবার জিজ্ঞেস করো তাকে,,
হয়তো দুঃখ টাকে ওই বৃষ্টির মধ্যেই সে,,
বিলিয়ে দিয়ে খুশি থাকতে চেষ্টা করে!!
তাই কারো সমন্ধে কিছু বলার আগে তার সাথে মিশে দেখুন।।আপনার ধারণা সম্পূর্ণ বদলে যাবে!!