গোপালগঞ্জ প্রতিনিধিঃ গোপালগঞ্জ জার্নালিস্ট ফেডারেশনের দ্বি-বার্ষিক ৪র্থ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আগামী ২০২১-২২ সালের জন্য এ সম্মেলনে ৭১ টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আজিজুর রহমান রনি কে সভাপতি ও দৈনিক সূর্যোদয়ের প্রতিনিধি শেখ বাবুল হোসেন খোকনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি করা হয়েছে। আজ রবিবার সকালে গোপালগঞ্জ আলিয়া মাদ্রাসা সড়কস্থ এই কমিটির নিজ কার্যালয়ে চ্যানেল আইয়ের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি আসাদুজ্জামান বাবুলের সভাপতিত্বে দৈনিক ভোরের পাতার প্রতিনিধি মেহেদী হাসানের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সাপ্তাহিক বাংলার নয়নের নির্বাহী সম্পাদক তরিকুল ইসলাম, মেহেরপুর নিউজের জেলা প্রতিনিধি ইব্রাহিম মোল্লা, বঙ্গ টিভির জেলা প্রতিনিধি তপন পোদ্দার, দৈনিক গণমুক্তি জেলা প্রতিনিধি ফকির মিরাজ আলী শেখ, এফ এম মাহবুব সুলতান, চ্যানেল আইয়ের ক্যামেরাপারসন জয়ন্ত কুমার সাহা, একাত্তর টেলিভিশনের ক্যামেরাপারসন বুলবুল সিকদার, সংবাদ বাংলাদেশের জেলা প্রতিনিধি ফয়সাল আহমেদ রাজ, নিউজ একাত্তর টুয়েন্টিফোর ডটকম এর স্টাফ রিপোর্টার তানভির হাসান সৈকত, মানোয়ার হোসেন রাজু, বশেমুরবিপ্রবি প্রতিনিধি মোহামিন মিয়া, দৈনিক সংবাদ বাংলাদেশের জেলা প্রতিনিধি ফাইসাল আহমেদ রাজ, দৈনিক আমার সংবাদ এর টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি এবং দৈনিক নবধারা ২৪ ঘন্টার বার্তা সম্পাদক মোঃ বাইজীদ হোসেন সা'দ, দৈনিক খবরপত্র টুঙ্গিপাড়া প্রতিনিধি ইমদাদুল হক, সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।