সন্ত্রাসী, চাঁদাবাজ ও কুচক্রীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে রিমার্চ এর সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বামনডাঙ্গা এলাকার চাঁদাবাজ, ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রিমার্চ শেখ। শুক্রবার সকালে রিমার্চ শেখ তার নিজ বাড়ীতে এ আয়োজন করে। লিখিত বক্তব্যে রিমার্চ শেখ বলেন, বামনডাঙ্গা গ্রামের বাবু মুন্সির ছেলে শাহআলম মুন্সি এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজ পরসম্পদ হরনকারী লোক। এলাকার জনসাধারনের সম্পদ লুটপাট করে খাওয়া ও নিয়ে যাওয়া তার পেশা। তিনি আরো বলেন, জনসাধারনের জমি চাষাবাদের ইরি ব্লকের পানি সেচের জন্য ২ কিলোমিটার পাকা ড্রেন নির্মান করে দেয় বি,এ, ডিসি এবং এ ডিপি। কিন্তু চাষাবাদকৃত জমির ব্লক বন্ধ করে ইট বিক্রি করে চার লাখ টাকা সন্ত্রাসী শাহআলম আত্মসাৎ করেছে। ব্লকের ড্রেন ভাঙ্গার সময় আমরা বাধা দিলে শাহআলম ও গংরা আমাদের খুন জখমের হুমকি দেয়। আমি সকলের পক্ষ থেকে শাহআলম ও তার গংদের কঠিন শাস্তি দাবি করছি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,আবু শেখ, রহমান শেখ,পীর আলী শেখ, আবুল খায়ের, নুরজামান, সামচুল হক, জাফর, ছোবাহান মুন্সি, আমির হোসেন,হাসান শেখ, হরিদাস,লিটন শিকদার, আমির হোসেন,আনজু,বাবুল মুন্সি,বিপ্লব মিয়া, শেখ সেলিম,আব্দুর রব, আব্বাস আলী প্রমুখ।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *