সন্তানের সন্ধান চেয়ে পিতার সংবাদ সম্মেলন

গোপালগঞ্জের মুকসুদপুরে সন্তানের সন্ধান চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পিতা রওশন আলী সিকদার । সোমবার বেলা ১১ টায় মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের বাঘাদিয়া গ্রামে নিজ বাড়িতে তিনি এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে রওশন আলী সিকদার বলেন, আমার বড় ছেলে মিরন সিকদার (২৮) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার গঙ্গাবর্দী গ্রামের জিলহক তপাদারের ছেলে মিন্টু তপাদারের সাথে বন্ধুত্ব ছিলো। সে দুই বছর যাবত ওই বাড়িতে থেকে ব্যবসা করতো। গত রোজার ঈদের আগে আমার ছেলে বাড়িতে আসে। ওই দিন আবার সে রাজৈরে চলে যায়।

এর কিছুদিন পর মিন্টু তপাদার আমাদের বাড়িতে এসে বলেন, আপনার ছেলে (মিরন) বাড়ি করার জন্য রাজৈর উপজেলায় জমি কিনেছে। তখন আমার ছেলে কোথায় জানতে চাইলে সে বলে মিরন ব্যবসার কাজে ব্যস্ত আছে। আমি ছেলের ফোনে কল করলে তা বন্ধ পাই। এরপর আমি আত্মীয় স্বজনের বাড়িতে খোঁজ খবর নেই। কোথাও তার সন্ধান পাইনি। ছেলের বন্ধু মিন্টু তপাদারের কাছে ছেলের সন্ধান চাইলে তারা আমাকে কোন সদুত্তর দেয়নি বরং আমার ছেলে,ছেলের স্ত্রী ও আমার পরিবারের বিরুদ্ধে রাজৈর থানায় অর্থ আত্মসাতের অভিযোগ এনে আমার পরিবারকে হয়রানি করছে।

আমার ধারনা মিন্টু তপাদার ও তার লোকজন আমার ছেলেকে অসৎ উদ্দেশ্যে কোথাও আটক রেখেছে। আমি আমার সন্তানের সন্ধান না পেয়ে চরম হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। আমি এব্যপারে মামলার প্রস্তুতি নিচ্ছি। আমার ছেলেকে ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। এবিষয় মিন্টু তপাদারের মোবাইল ফোনে কল করা হলে তিনি রিসিভ করেনি। মিন্টু তপাদারে মা আমেনা বেগম বলেন, মিরন সিকদার আমাদের বাড়ি থেকে দুই মাস আগে চলে গেছে। যাওয়ার সময় আমাদের বাড়ি থেকে ১০ লাখ টাকা নিয়ে গেছে। আমরা এবিষয়ে রাজৈর থানায় অভিযোগ করেছি। মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর মিয়া বলেন,আমরা এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তপূর্ব ব্যবস্থা নেওয়া হবে।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *