সদর উপজেলার উরফি ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী গাজী ইকবাল হোসেনের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন ও নির্বাচনী শোভাযাত্রা

 বুধবার (১৪ অক্টোবর) বিকালে শারদীয় দুর্গাপূজার নবমীতে সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন পূজামন্ডপ স্থানীয় নেতৃবৃন্দ ও যুবসমাজ সহ পরিদর্শন করেন বর্তমান ৭নং উরফি ইউনিয়ন এর চেয়ারম্যান এবং আসন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গাজী ইকবাল হোসেন।

 

পূজামন্ডপ পরিদর্শনকালে মোঃ গাজী ইকবাল হোসেন বলেন, ধর্ম যার যার উৎসব সবার এমন নীতি আর্দশ নিয়েই রাষ্ট পরিচালনা করেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের তনয়া মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। সবাইকে সত্য ও সুন্দর সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে এসে সামপ্রদায়িক সমপ্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনে কাজ করে যেতে হবে।সর্বজীবের মঙ্গলার্থে সনাতন ধম্বালীরা বিপুল উৎসব মুখর পরিবেশে নানা উপচার ও অনুষ্ঠানাদির মাধ্যমে প্রতিবছর উদযাপন করে যাচ্ছেন শারদীয় দুর্গোৎসব। সরকারের পক্ষ থেকে দেশের প্রতিটি মন্ডপে অনুদান প্রদানসহ মন্ডপের নিরাপত্তা নিশ্চিতের সব রকম প্রচেষ্টা অব্যাহত রয়েছে।সমাজের যাবতীয় অনাচার অবিচারকে দলিত করে ধর্ম ও মানবতা প্রতিষ্ঠায় সনাতন ধর্মের অনুসারীরা দুর্গাদেবীর আরাধনার মাধ্যমে করোনার দুযোর্গকালিন সময়ে দূর্যোগ থেকে মুক্তিসহ শোষনহীন সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রার্থনা করবেন।

তিনি আরো বলেন, শারদীয় দুর্গাপূজার মধ্যদিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে। পূজা মন্ডপ পরিদর্শনকালে বিভিন্ন মন্দিরে উপহার স্বরূপ নগদ অর্থ প্রদান করেন তিনি।

এ সময় স্বাস্থ্যবিধি মেনে ৭নং উরফি ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম গাজী,৭নং ওয়ার্ড উরফি ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর শেখ মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রাজেন ভদ্র, বীর মুক্তিযোদ্ধা নাজির শেখ, সাবেক কাউন্সিলর ও সমাজ সেবক সোহরাব হোসেন গাজী,রাধা গোবিন্দ মন্দিরের সভাপতি রমেন দাস ,সহ-সভাপতি অসিত চন্দ্র দাস, শিক্ষক বিনয় মিত্র, সচিন্দ্র নাথ বিশ্বাস, শিক্ষক, হাজি খোরশেদ আলম সপ্তপল্লি স্কুল,বিশিষ্ট সমাজসেবক এসকেন গাজি, সহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গাজী ইকবাল হোসেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোপালগঞ্জ সদর উপজেলার ৭নং উরফি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী। পূজামন্ডপ পরিদর্শনকালে পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, শারদীয় দুর্গাপূজার মধ্য দিয়ে সকলের সম্মিলিত প্রয়াসে বাংলাদেশকে অসাম্প্রদায়িক চেতনার এক উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে এবং গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত মাননীয় সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম ভাইয়ের সার্বিক সহযোগিতায় এলাকার উন্নয়ন কর্মকান্ডে সেবক হিসেবে অংশ নিয়ে আপনাদের পাশে থাকতে চাই। যার প্রেক্ষিতে আমি ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ গাজী ইকবাল হোসেন উরফি ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষকে সাথে নিয়ে একটি উন্নত সমৃদ্ধ ও আধুনিক ইউনিয়ন গড়ে তুলতে চাই। তাই আপনাদের দোয়া ও আশির্বাদ আমার একান্ত কাম্য।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *