সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টুংগীপাড়া উপজেলায় বন্ধু মহলের মাক্স বিতরণ।


করোনা ভাইরাস সমগোত্রীয় ভাইরাসের একটি বড় পরিবার, যেগুলি সাধারণ সর্দিজ্বর থেকে শুরু করে মিডল ইস্ট রেসপিরেটরি সিন্ড্রোম (মার্স) ও সিভিয়ার অ্যাকিউট রেস্পিরেটরি সিন্ড্রোমের (সার্স) মতো মারাত্মক রোগ সৃষ্টি করে।
এখানে অনেক বাড়িতেই সর্দি-জ্বর। কেউ টেস্ট করে না। আমাদের করোনাভাইরাসের সংক্রমণ এইখানেই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ, ঢাকা থেকে আসার ১৪ দিন পর আমার স্ত্রীর উপসর্গ দেখা দিয়েছে।
এই সকল বিষয় আমাদের সকলকে সচেতন থাকতে হবে। বন্ধুমহল সর্বখন মানুষের সাথে রয়েছে অক্সিজেন স্বেচ্ছায় রক্তদান আরো অন্যান্য সামাজিক কার্যকলাপ যুক্ত রয়েছে।
মানুষের পাশে আমরা সর্বখন থাকবো এটা জানিয়েছে সাজিদুল ইসলাম, বন্ধুমহলে সদস্য। এ সময় সেখানে উপস্থিত ছিলেন। বন্ধু মহল টুঙ্গিপাড়ায় অন্যান্য সদস্যবৃন্দ।