আওমীলীগ অফিসে ভাংচুর করে জাতির জনক, শেখ হাসিনা, স্থানীয় সাংসদের ছবি ভাঙচুর ও অর্ধশতাধিক নৌকা সমর্থকদের আহত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন। ফকির মিরাজ আলী শেখ, বিশেষ প্রতিনিধি: গত ১৫ই জুলাই বিকালে মুকসুদপুর ৯নং বাটিকামারী ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে নৌকা প্রার্থীর মিছিলে হামলা,
আওমীলীগ অফিসে চড়াও হয়ে ভাঙচুর ও মুক্তিযুদ্ধা সহ অর্ধশতাধিক সমর্থককে মারাত্মক আহত করেছে স্বতন্ত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবাদত মাতুব্বর (বাদত) আনারস প্রতীক। আহতদের মধ্যে ১৯ জনকে মুককসুদপুর হাসপাতালে, ৬ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ও ২ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করা হয়েছে। আজ সকাল ১০ টায় বাটিকামারী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন বাংলাদেশ আওমীলীগের মনোনীত প্রার্থী শাহ নিজাম উদ্দীন, নৌকা প্রতীক।
তিনি আরো বলেন, নৌকার পক্ষে একটি মিছিল যখন বাটিকামারী বাজার প্রদক্ষিন করছিল, হঠাৎ করে স্বতন্ত্র প্রার্থী মো: এবাদত মাতুৃব্বর (বাদত) এর লোকজন দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মিছিলে, আওমীলীগ অফিসে, আওয়ামী সমর্থকদের দোকানে হামলা চালিয়ে বেধড়ক মারপিট করে অর্ধ শতাধিক আওয়ামী সমর্থকদের আহত করে শান্ত হয়নি। ইউনিয়ন আওমীলীগ অফিসে ঢুকে আসবাবপত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি, বাংলাদেশ আওমীলীগের দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী ও স্থানীয় সাংসদ, সাবেক বানিজ্য মন্ত্রী মো: ফারুক খানের ছবি খাঙচুর করে।
নৌকা প্রতীক প্রার্থী স্থানীয় প্রশাসন, পুলিশ প্রশাসন, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট বিচারের দাবী জানিয়েছেন। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে বিচারের দাবী জানান এবং যাতে শন্তিপূর্ন ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় সেদিকে সুদৃষ্টি রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। উল্লেখ্য, গত ২৬ মার্চ নবনির্বাচিত চেয়ারম্যান শাহ আকরাম জাফর ফকির সড়ক দুর্ঘটনায় নিহত হলে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ৯নং বাটিকামারী ইউনিয়নের চেয়ারম্যান পদটি শুন্য হয়। নির্বাচন কমিশন উপনির্বাচনের তপশিল ঘোষনা করলে মাননীয় প্রধানমন্ত্রী ত্যাগী নেতা শাহ আকরাম আবু জাফরের সুযোগ্য পুত্রকে নৌকা প্রতীকে মনোনয়ন দেন। তারিখঃ ১৭/০৭/২০২২ইং