সংকটকালেও কমতি নেই মানুষের চাহিদা

জাহাঙ্গীর আলম ব্রাহ্মণবাড়ীয়া জেলা প্রতিনিধিঃ সংকটকালেও কমতি নেই মানুষের চাহিদা, বেপরোয়াভাবে বাহিরে চলাচল করোনা ভাইরাসের আতঙ্কে পুরো বিশ্ব। বাংলাদেশেও দ্রুতগতিতে বাড়ছে মৃত্যু ও সংক্রমণ। প্রতিদিনই পাল্লা দিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। প্রিয়জনকে হারানোর কান্নায় ভারী হয়ে উঠছে আকাশ-বাতাস।

তবুও অসচেতনতা রয়েই গেল কিছু নির্বোধ মানুষের। এই করোনা বিপর্যয়েও কমছে না তাদের চাহিদার হার। দিন দিন মানুষের আয় কমলেও বেড়েই চলেছে চাহিদা। আর এরই লাভ তুলছে অনেক ব্যবসায়ী। অনেকটা সুযোগে সদ্ব ব্যবহার এর মতো। আজ নবীনগর থানার ভোলাচং বাজারে চলছে হরদম মুরগী বিক্রি। মুরগীর দাম ছিল মাত্র ১১০ টাকা কেজি।

কোনো নিয়ম বা স্ব্যাস্থবিধি না মেনেই আনন্দচিত্তে ক্রেতারা কিনেছে মুরগী। দৃশ্য দেখে মনে হয়েছিল যেন আমাদের সুজলা সুফলা বাংলাদেশ ফিরে এসেছে। আসলে এই সকল কারনেই আজ বেড়ে চলেছে করোনা ভাইরাসের সংক্রমণ। যেখানে গবেষণা বলছে শুধুমাত্র সচেতনতার মাধ্যমেই এটা থেকে বেচে থাকা সম্ভব। সেখানে আমাদের দেশের কিছু অসচেতন লোকের ভিতর সচেতনতার লেশমাত্র নেই।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *