ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত–জাস্টিস ফর জার্নালিস্ট -এর ভার্চুয়াল আলোচনা সভায় নেতৃবৃন্দদের দাবি


ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে জাস্টিস ফর জার্নালিস্টের ভার্চুয়াল আলোচনা সভায় অংশ নেওয়া সাংবাদিক নেতৃবৃন্দরা এসব কথা বলেন।
জাস্টিস ফর জার্নালিস্টের অন্যতম কো-অর্ডিনেটর ওবায়দুল হক খান ও কামরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জাস্টিস ফর জার্নালিস্টের অন্যতম কো-অর্ডিনেটর জাহাঙ্গীর বাবু, শাহীন বাবু, সাংবাদিক নেতা তরুণ তপন চক্রভর্তী, বিএফইজে সাবেক নেতা মফিদা আকবর, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সদস্য সুভাষ চন্দ্র বাদল সনদ নন্দী, রিপোর্টাস ইউনিটির সাধারন সম্পাদক মশিউর রহমান, রিপোটার্স ইউনিটি নেতা শ্যামল কান্তি নাগ, বিএফইজের সাবেক নেতা অমিও ঘটক পুলক, গাজীপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউার রহামন, সাবেক ডিউজে নেতা মির আফরোজ জামান, ঢাকা রিপোর্টাস ইউনিটির নেতা নজরুল ইসলাম মিঠু, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম, গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক আবুল ফাত্তাহ, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারন সম্পাদক আছাদুজ্জামান রিয়াজ, খুলনা প্রেসক্লাব সদস্য শেখ সেলিম, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি আফরোজা ডিউ, বিনোদন সাংবাদিক লিপু খন্দকার, পটুয়াখালী রাঙ্গাবালী প্রেসক্লাবের সভাপতি জোবায়ের হোসেন, বাগেরহাট সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মাসুম তালূকদার, জাতীয় প্রেসক্লাব সদস্য আরাফাত মুন্না, রওশন ঝুনু, সাংবাদিক সমিরন, ইসমাইল হোসেন টিটু, বিটিভি মাসুদ রানা, এনামুল হক কাজল, জহিরুল আলম, জহিরূল আলম পিলু, রফিকুল ইসরলাম কচি, এনামুল হক, সৈযদা রিমি, মোঃ অলিউদ্দিন মিলন, মোঃ চঞ্চল, ইমরারন, রিন্টু বেলাল, শাহাজাহান, আসিস কুমার, আল আমিন, আমজাদ হোসেন, তানভির আহমেদ প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিকদের জাতীয় সংগঠন তথা জাতীয় প্রেসক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোল্লা জালাল, মহাসচিব আব্দুল মজিদ, রিপোর্টার্স ইউনিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ডিইউজের সাধারণ সম্পাদক সাজ্জাত আলম তপু সহ ১১ জন শীর্ষ সাংবাদিকদের নামে ব্যাংক হিসাব তলব এবং তা মিডিয়ার মাধ্যমে ফলাও করে প্রচার করে, তাদের মান সম্মান নস্টসহ ভাবমূতি খুন্ন করা হয়েছে। সভায় যে সব অতিউৎসাহী গোয়েন্দা সংস্থা সদস্যরা হীনস্বার্থ চরিতার্থ করেছে, তাদের চিহ্নিত করে, দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানানো হয়।
এ সব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে, শাস্তি দেওয়া না হলে, এরা সরকারের বড় ধরনের ক্ষতি করতে পারে এবং বঙ্গবন্ধু ও শেখ হাসিনার আদর্শ লালনকারি সাংবাদিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের সতর্ক করা হয়। সভায় দিল্লিস্থ প্রেসক্লাবে বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের সকল সদস্য সুযোগ সুবিধা গ্রহনের চুক্তিপত্র করায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানানো হয়।