শ্রী শ্রী হরি গুরুচাঁদ বিপিনচাঁদ সেবা শ্রমএর মহাযজ্ঞানুষ্ঠান


পিরোজপুরে শ্রী শ্রী হরি গুরুচাঁদ বিপিনচাঁদ সেবা শ্রমে শ্রী মৎআচার্য বিপিনচাঁদ ঠাকুর এর ১৫৯তম আবির্ভাব উৎসব উদযাপন উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছর ও মাতুয়া সম্মেলন ও হরিনাম মহাযজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার (১৯ এপ্রিল) নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। সকাল ৫.৩০মিঃ মঙ্গলঘট স্থাপন ও শুভ অধিবাস, হরিনাম সংকীর্তণ ও প্রার্থনা। সকাল ৬ টা প্রভাতী কীর্তন ও শ্রী শ্রী হরিলীলা মৃত পাঠ। ৭.৩০ মিনিট নগরকীর্তন। ৮.১৫ মিনিট ঠাকুর স্নান।
৯.৩০ মিনিট ঠাকুরের পূজার্চনা (হরি সঙ্গীত ও মহাসংকীর্তন। সকাল ১০ টা মঙ্গল শোভাযাত্রা । বেলা ১.৩০ মিনিট মৎস্য অবমুক্তি । বেলা ২টা থেকে ৫টা পর্যন্ত মহা প্রসাদ বিতরণ। বৈকাল ৬.১৫ মিনিট সন্ধ্যারতি ও মহাসংকীর্তন। সন্ধ্যা ৭.১ মিনিট মতুয়াদর্শনএর উপরে আলোচনা ও হরি সংগীত এবং মহাসংকীর্তন পরিবেশন। রাত ১১ টাহরিযাত্রা/ অশি^নীযাত্রা।
শ্রী শ্রী হরি গুরুচাঁদ বিপিনচাঁদ সেবা শ্রম এর সভাপতি অধ্যাপক সদানন্দ গাইন বলেছেন, প্রতি বছরের ন্যায়ে আমরা এ বছর ও শন্তিপূর্ণ ভাবে অনুুষ্ঠান পরিচালনা করতেছি এবং স¦াস্থ্য বিধি অনুসরণ ও মাস্ক পরি ধ্যান করে মন্দিরে শুভাগমন ও সকলের সুস্থতা কামনা করি।