যথাযোগ্য মর্যাদায় আগামী ৬ সেপ্টেম্বর নওগাঁর রাণীনগরে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৪৯ তম জন্মাষ্টমী উৎসব পালনের লক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার আয়োজনে শুক্রবার সকাল ১০ টায় কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাণীনগর উপজেলা শাখার সভাপতি চন্দন কুমার মহন্ত, সহ-সভাপতি রতন কুমার পোদ্দার, সাধারণ সম্পাদক অমল কৃষ্ণ সরকার, সাংগঠনিক সম্পাদক এস কে কৃষ্ণ মহন্ত, প্রচার সম্পাদক সাংবাদিক মনোরঞ্জন চন্দ্র, অর্থ সম্পাদক প্রদীপ দেবনাথসহ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ।