সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী ইউনিয়নে পাগলা মহিষের তাণ্ডবে পাঁচজন আহত হয়েছেন। সোমবার সকালে জয়াখালী চেয়ারম্যান মোড়ে মহিষটি জবাই করার প্রস্তুতিকালে দড়ি ছিঁড়ে ছুটে গিয়ে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা পাঠানো হয়েছে।
আহতরা হলেন বোশখালী গ্রামের মৃত জুম্মান গাজীর পুত্র আব্দুল হামিদ (৬২), গ্রাম্য চিকিৎসক অনিমেষের স্ত্রী সবিতা রানী (৩০), নূরুজ্জামান জামুর পুত্র মো. ইব্রাহিম (২৫), মো. করিম গাজীর পুত্র মো. বিল্লাল হোসেন (২৪) এবং জয়াখালী গ্রামের সমশের মোড়লের পুত্র মিজানুর মোড়ল (৪৫)। গুরুতর আহত বিল্লালকে সাতক্ষীরায় পাঠানো হয়েছে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, মহিষটি জয়াখালী গ্রামের মো. সফিকুল ইসলাম, আব্দুস সালাম শেখ এবং মো. কামরুল ইসলামসহ কয়েকজন মিলে ক্রয় করেন। মহিষটিকে জবাইয়ের সময় অসাবধানতাবশত দড়ি ছিঁড়ে সেটি বোশখালী গ্রামের ভিতর দিয়ে দৌড়াতে থাকে এবং চারজনকে আহত করে। পরে বিলে গিয়ে আরেকজনকে গুরুতর আহত করে।
এ বিষয়ে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন জানান, ঘটনার খবর পেয়ে বন বিভাগ, শ্যামনগর থানা পুলিশ, উপজেলা প্রাণিসম্পদ বিভাগ এবং ফায়ার সার্ভিসকে অবগত করা হয়। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে উপস্থিত হলেও স্থানীয়রা মহিষটিকে আটক করতে সক্ষম হন।
কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুর রহিম বলেন, “আমি বিষয়টি জানার পর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করি। স্থানীয়দের প্রচেষ্টায় মহিষটিকে আটক করা হয়েছে এবং আহতদের খোঁজখবর নিচ্ছি।”