শ্যামনগর উপজেলার নূরনগর বাজারে অবস্থিত সেমি অটো রাইস মিলে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কের অপরাধে মিলের স্বত্তাধিকারী চেয়ারম্যান বখতিয়ার আহমেদ ও বিজয় শাহ কে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই জরিমানা করেন। অভিযানে দেখা যায়, মিলে পাটের বস্তার পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল মোড়কজাত করা হচ্ছিল।
পণ্য পাঠজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ অনুযায়ী (২০১০ এর ৫৩ নাম্বার আইন) এই অপরাধের জন্য মিল মালিককে দোষী সাব্যস্ত করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ রনী খাতুন জানান, "প্লাস্টিকের ব্যবহার পরিবেশের জন্য ক্ষতিকর। এ কারণে সরকার প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন আইন করেছে। এই আইন লঙ্ঘনের জন্য মিল মালিককে জরিমানা করা হয়েছে।"
প্রসঙ্গত: সরকার প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় এই অভিযান পরিচালিত হয়েছে।