শোকের শক্তিতে শাণিত হোক, রক্তস্নাত বাংলাদেশ
আজ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস। স্বাধীনতার স্থপতি, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী।
জাতি-ধর্ম-বর্ণ-নির্বিশেষে বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে সারা দেশব্যাপি পালন হচ্ছে দিনটি। তবে এবার বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের (কভিড-১৯) কারণে সামাজিক দূরত্ব নিশ্চিতপূর্বক স্বাস্থ্যবিধি অনুসরণ করে জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হচ্ছে।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মেঘাচ্ছন্ন ভয়াল কালো রাতের শেষ প্রহরে সেনাবাহিনীর কিছুসংখ্যক বিপথগামী সদস্য তাঁর ধানমণ্ডির বাসভবনে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে। ঘাতকরা শুধু বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, তাদের হাতে একে একে প্রাণ হারিয়েছেন বঙ্গবন্ধুর সহধর্মিণী বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব, বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল, শেখ জামাল ও শিশু শেখ রাসেলসহ পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল।
পৃথিবীর এই জঘন্যতম হত্যাকাণ্ড থেকে বাঁচতে পারেননি বঙ্গবন্ধুর অনুজ শেখ নাসের, ভগ্নিপতি আবদুর রব সেরনিয়াবাত, তাঁর ছেলে আরিফ ও মেয়ে বেবি, সুকান্তবাবু, বঙ্গবন্ধুর ভাগ্নে যুবনেতা ও মুক্তিযুদ্ধের সংগঠক শেখ ফজলুল হক মণি, তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী আরজু মণি এবং আবদুল নাঈম খান রিন্টু, কর্নেল জামিলসহ পরিবারের ১৬ জন সদস্য ও ঘনিষ্ঠজন। এ সময় বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা বিদেশে থাকায় প্রাণে রক্ষা পান।
তবুও মৃত্যু দাবিয়ে রাখতে পারেনি বঙ্গবন্ধু কে। বঙ্গবন্ধু তুমি অবিনশ্বর, তুমি চিরঞ্জিব। তুমি অমর হয়ে রবে ছিন্নমূলে বেড়ে ওঠা প্রতিটি বাঙালির হৃদয়ে।
আজ ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবরের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে ১৫ই আগস্ট ১৯৭৫ সালে শাহাদাৎ বরণকৃত সকল শহীদদের প্রতি দেনিক শতবর্ষ পরিবাররে পক্ষ থেকে জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি।