শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড পেলেন গোপালগঞ্জের নাসিমা আক্তার রুবেল


শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড -২০২১ পেলেন গোপালগঞ্জের কৃতি সন্তান নাসিমা আক্তার রুবেল।
সমাজে দুঃস্থ নারীদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি ফয়সল মাহমুদ ফরাজী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে তার হাতে এই সম্মাননা স্মারক ও পদক তুলে দেন।
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধার সংগঠক, বরেণ্য রাজনীতিবিদ ও বঙ্গবন্ধু’র ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর, ১৯৭২ সালে বঙ্গবন্ধুর প্রতিষ্ঠিত গোপালগঞ্জ পৌরসভার প্রথম মেয়র, বীর মুক্তিযোদ্ধা এড. আবুল হাসেম সোমাদ্দারের সুযোগ্য তনয়া নাসিমা আক্তার রুবেল। তার ছোট ভাই সফিকুর রহমান শুক্তি বাংলাদেশ আওয়ামী যুবলীগের গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক। ছোটবেলা থেকেই নাসিমা রাজনীতির সাথে কম-বেশি জড়িত ছিলেন। শিক্ষাজীবন শেষ করে তিনি পরিপূর্ণভাবে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনৈতিক সংগঠনে যোগ দেন। বর্তমানে তিনি গোপালগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান এবং গোপালগঞ্জ মহিলা অঙ্গন প্রতিবন্ধী স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে নিয়োজিত রয়েছেন।
এছাড়াও নাসিমা আক্তার রুবেল জেলা মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি গোপালগঞ্জ জেলা শাখার আজীবন সদস্য, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও উদীচি শিল্পগোষ্ঠী জেলা শাখার সদস্য। গোপালগঞ্জে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অবদান রাখায় এর আগেও তিনি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট থেকে একাধিকবার পদক অর্জন করেছেন। গোপালগঞ্জের সেরা জয়িতা নির্বাচিত হয়েছেন। সমাজের দুঃস্থ নারীদের নিয়ে সামাজিক কর্মকাণ্ডে অবদান রাখায় তাকে শেরে বাংলা অ্যাওয়ার্ড -২০২১ এ ভূষিত করা হয়েছে।