শেখ হাসিনা’র মতো অভিজ্ঞতা সম্পূর্ণ একজন নারী রাষ্ট্র প্রধান পৃথিবীর বুকে বিরল-নৌপ্রতিমন্ত্রী

 মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্মলগ্ন থেকেই রাজনীতির সাথে জড়িত, তিনি পারিবারিক ভাবে রাজনৈতিক শিক্ষা অর্জন করেছেন।

তিনি বাংলাদেশ আওয়ামীলীগের মত একটি বিশাল রাজনৈতিক দলকে ৩৮ বছর ধরে নেতৃত্ব দিয়ে আসছেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনার বাংলা বিনির্মানে দূরদর্শিতার সাথে কাজ করে যাচ্ছেন, তিনি আরো বলেন চলমান এই বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস পরিস্থিতিতে যখন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র প্রধানগণ হতাশা ও পরাজিত হয়েছেন সেখানে শেখ হাসিনা বাংলাদেশে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে তার দূরদর্শিতার প্রমাণ দিয়েয়েছেন এবং বিশ্বের দরবারে সুনাম অর্জন করেছেন।

দিনাজপুরের বিরলে ৩০ ( এপ্রিল) শুক্রবার বিকেলে বিরল উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস কোভিট-১৯ সুরক্ষা সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায়বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জননেতা খালিদ মাহমুদ চৌধুরী এমপি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব সবুজার সিদ্দিক সাগরের সভাপতিত্বে প্রধান অতিথি’র বক্তব্যে এসব কথা বলেন , অনুষ্ঠানে বিরল উপজেলাধীন সকল ইউনিয়ন আ-লীগের সভাপতি ও সম্পাদক দ্বয়ের মাঝে করোনা ভাইরাস কোভিড- ১৯ সুরক্ষা সামগ্রী ও প্রধানমন্ত্রীর ঈদ উপহার প্রদান করেন।

 

উল্লেখ্যঃ নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী দুপুর ৩(তিন) টায় বিরল উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদ এর ভিত্তি প্রস্তর উদ্বোধন ও মোনাজাত এ অংশগ্রহণ করেন মোনাজাত শেষে তিনি বিরল (রেজিষ্টীঅফিস) এর পার্শে নির্মাণাধীন উপজেলা মডেল মসজিদ এর কাজ পরিদর্শন করেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *