শেখ সেলিম এমপি’র পিতার আজ ৩৫তম মৃত্যুবার্ষিকী

আজ ২০ ডিসেম্বর প্রয়াত শেখ নুরুল হকের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীর বনানী গোরস্থানে মরহুমের কবর জিয়ারত করেছেন তার পুত্র বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব ড. শেখ ফজলুল করিম সেলিম।মৃত্যুকালে শেখ নুরুল হক স্ত্রী, ৬ সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গিয়েছেন। প্রয়াত শেখ নুরুল হকের বড় সন্তান শহীদ শেখ ফজলুল হক মণি, মেঝ সন্তান শেখ ফজলুল করিম সেলিম এমপি, ছোট সন্তান শেখ ফজলুর রহমান মারুফ। কবর জিয়ারতের পর তিনি পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে প্রয়াত মা-বাবার রুহের মাগফিরাত কামনা সহ ৭৫’ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এসময় গোপালগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি জি এম শাহাবুদ্দিন আজম, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, আত্মীয়-স্বজন সহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *