শেখ সেলিম এমপি’র পক্ষে গোপালগঞ্জে ১ হাজার পরিবারকে ঈদ উপহার দিলেন উলপুরের এস এ ফাউন্ডেশন


করোনা (কোভিড-১৯) পরিস্থিতি বিবেচনায় ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে গোপালগঞ্জ-২ আসন থেকে বাববার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিম এমপি’র পক্ষে ১ হাজার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার (পোলাও -এর চাল, সেমাই, চিনি, গুঁড়ো দুধ ও ১টি জ্যান্ত মুরগি) তুলে দিলেন এস এ ফাউন্ডেশন -এর প্রতিষ্ঠাতা, উলপুরের জমিদার বংশের সুযোগ্য উত্তরসূরি, বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি, গোপালগঞ্জ জেলা আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি রায় চৌধুরী পপা।
বুধবার জেলা শহরের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে স্বেচ্ছাসেবীর মাধ্যমে ১ হাজার অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ও বয়োবৃদ্ধদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
এ সময় উলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ কামরুল ইসলাম বাবুল, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ সহ জেলায় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
মূলত সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এস এ ফাউন্ডেশনের -এ ক্ষুদ্র প্রয়াস বলে জানান প্রতিষ্ঠানের কর্ণধার মৃণাল কান্তি রায় চৌধুরী পপা। তিনি মহামারী করোনা প্রতিরোধে সকলকে মাস্ক ব্যবহার করতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে পরামর্শ দেন। পার্শ্ববর্তী দেশে করোনা মহামারীতে প্রতিদিন হাজারো লোক মারা যাচ্ছে। তাদের দাহ বা দাফন সম্পন্ন করতে দেশটির সরকার রীতিমতো হিমশিম খাচ্ছে। আপনারা সকলে ঘরে থাকুন, নিরাপদে থাকুন। সরকারের পাশাপাশি গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ সর্বদা আপনাদের পাশে রয়েছে।
মানবিক নেতা মৃণাল কান্তি রায় চৌধুরী পপা’র দেওয়া ঈদ উপহার পেয়ে উচ্ছসিত সকলেই।