আজ ২৪ এপ্রিল শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রে, প্রধানমন্ত্রীর তত্ত্বাবধায়নে টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ ৪০০ জনের ইফতার মাহফিল ও নৈশভোজের আয়োজন করেন।
এ সময় উপস্থিত ছিলেন টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল বাশার খায়ের, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ বাবুল শেখ, উপজেলার চেয়ারম্যান মোঃ সোলাইমান বিশ্বাস, উপজেলা নির্বাহি অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, টুংগীপাড়া থানা অফিসার ইনচার্জ এ এফ এম, নাসিম, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ফোরকান বিশ্বাস, সাবেক পৌর মেয়র মোঃ ইলিয়াস হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শুকুর শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রেজাউল হক বিশ্বাস, শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূর্ণবাসন কেন্দ্রর সহকারী পরিচালক হারুন-অর-রশিদ ও ৩৬ জন কর্মচারী ২৯১ জন কোমলমতি শিশু রাজনীতিবিদ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।