আজ শুক্রবার ( ২২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিঃ সময় কাশিয়ানী উপজেলার অন্তগত তিলছড়া সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে শেখ রাসেল জাতীয় শিশু - কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি, শিকদার সুমনের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাশিয়ানী উপজেলা আওয়ামীলিগের সভাপতি জনাব মোক্তার হোসেন মিয়া, জনাব মোস্তফা কামাল, বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর ( দক্ষিণ) এ্যাডভোকেট জনাব মাহাবুবুর রহমান সভাপতি ম্যানেজিং কমিটি সৈয়াদুন্নেছা উচ্চ বিঃ।
জনাব ফরিদ আহমেদ মিনা - প্রধান শিক্ষক সহ অন্যান্য অতিথি বৃন্দ উপস্হিতি ছিলেন। এ সময় প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন " শিক্ষা জাতীর মেরুদণ্ড " আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ , আমাদের সন্তান সুশিক্ষায় শিক্ষিত হোক এটা একান্ত কাম্যে, মাদকে না বলি, ফেসবুকে মনোযোগী না হয়ে, সুশিক্ষার মধ্যে দিয়ে নিজের জীবনকে গড়ে তুলি, শেখ রাসেল দিবস ৫৮তম জম্ম দিন উপলক্ষে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ ও উপহার সামগ্রী বিতরন অনুষ্ঠানে সকল কে জানান আগামীতেও এ ধরনের সামাজিক, মানবিক, শিক্ষা মূলক অনুষ্ঠান অব্যহিত থাকবে।
মোঃ রকিবুর রহমান- প্রতিষ্টাতা চেয়ারম্যান শেখ রাসেল জাতীয় শিশু - কিশোর পরিষদ অর্থায়নে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথির মাধ্যমে ৫৪ জন মেধাবীশিক্ষার্থীর হাতে শিক্ষা সামগ্রী প্রদান করেন। অনুষ্ঠানের সভপতি শিকদার সুমন সকলের নিকট শেখ রাসেলের জন্য দোয়া চেয়ে শিক্ষা সামগ্রী পুরস্কার বিতরন অনুষ্ঠানর সমাপ্তি ঘোষণা করেন।