পুলিশ সুপার, বরিশাল মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), বরিশাল জেলার তত্বাবধানে গৌরনদী থানাধীন কাশেমাবাদ মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাবের চুরি হয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার এবং সংশ্লিষ্ট চোর চক্রের হোতাদের গ্রেফতারের লক্ষ্যে গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই/মজিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ গৌরনদী থানার বিভিন্ন এলাকায় সঁড়াশি অভিযান পরিচালনা করে।
অভিযানে গত ০৬/০৮/২০৩ তারিখ ১৪.৫০ ঘটিকায় গৌরনদী থানার কাশেমাবাদ এলাকা হইতে আসামী সিয়াম আহম্মেদ (২০), পিতা-আলাউদ্দিন বয়াতী, সাং-কাশেমাবাদ, থানা-গৌরনদী, জেলা-বরিশালকে গ্রেফতার করে তার নিকট হতে ০৬ টি HP ল্যাপটপ এবং গৌরনদী থানাধীন দক্ষিণ বিজয়পুর এলাকা হতে আসামী রেজাউল শরীফ (২৮), পিতা-নাছির শরীফ, সাং-দক্ষিণ বিজয়পুর, থানা-গৌরনদী, জেলা-বরিশাল এবং পার্থ রায় (২৩), পিতা-মৃত টমাস রায়, সাং-কলাবাড়িয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশালদ্বয়কে গ্রেফতার করে তাদের নিকট হতে ইং-০৬/০৮/২০২৩ তারিখ ১৫.৩৫ ঘটিকায় ০৩ টি HP ল্যাপটপ উদ্ধার করা হয়। আসামীরা আন্তঃজেলা চোর চক্রের সদস্য বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানের ল্যাপটপ চুরি করে মর্মে জানা যায়। উল্লেখ্য যে, গত ইং ০৩/০৮/২০২৩ তারিখ রাতে গৌরনদী থানাধীন কাশেমাবাদ এলাকার কাশেমাবাদ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার মূল ভবনের ২য় তলায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব হইতে ০৯টি ল্যাপটপ চুরির ঘটনায় মাদ্রাসার অধ্যক্ষ জনাব আবু সাঈদ মোঃ কামেল (৫৪), পিতা-মৃত আবুল খায়ের মোঃ সাইদ, সাং-কাশেমাবাদ, থানা-গৌরনদী, জেলা-বরিশাল বাদি হয়ে থানায় উক্ত ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে চুরি মামলা দায়ের করেন। সুএঃ Barisal district police.