বি এম শামীম, গোপালগঞ্জ প্রতিনিধিঃ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় সোমবার বিকালে বঙ্গবন্ধুর বাড়ী, বাংকপাড়া, গোপালগঞ্জ আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি বুলবুল চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, মাহাবুব আলী খান। এসময় তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। পদ্মাসেতু দৃশ্যমানসহ সকল দৃশ্যমান উন্নয়ন কার্যক্রম এখন চোখে পড়ার মতো। সংগঠনকে আরো শক্তিশালী করতে রাজনৈতিক কর্মসূচি থাকতে হবে। আওয়ামীলীগের সকল সহযোগি সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।’ বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা আওয়ামিলীগ এর সিনিয়র সহ-সভাপতি লুৎফর রহমান বাচ্চু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম ছাদ্দাম হোসেন। বিশেষ বক্তা ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও গোপালগঞ্জ পৌরসভার নব গঠিত ১১নং ওয়ার্ড কাউন্সিলর কে আর ইসলাম প্রিন্স। এসময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ মনি, গোপালগঞ্জ জেলা ছাত্র লীগের সাবেক সহ-সভাপতি কুতুব উদ্দিন সিকদার, গোপালগঞ্জ সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন মুন, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কাশিয়ানী উপজেলার সাধারণ-সম্পাদক মোঃ ওসমান শেখ, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি কামরান শেখ এবং শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ সহ ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামীলীগ সহ বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গ। সম্মেলনে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ গোপালগঞ্জ সদর উপজেলা শাখায় মাহামুদুল হাসান দুরুদ মোল্লাকে সভাপতি ও মোঃ নাছিম শেখকে সাধারণ সম্পাদক এবং গোপালগঞ্জ পৌর শাখায় হিমেল আহম্মেদকে সভাপতি ও নাজমুজ সাকিব খানকে সাধারণ-সম্পাদক করে আগামী ১ বছর মেয়াদী আংশিক কমিটি ঘোষণা করেন অতিথিবৃন্দ। সদর উপজেলা শাখা অন্যান্যরা হলেন সহ সভাপতি রাজু শিকদার, তামিম হাসান, রাজু মোল্লা, মুর্তজাবিন আমির সোহেল, যুগ্মসাধারণ-সম্পাদক, ছাব্বির শেখ, সাইফ হোসেন, নিয়ামুল শিকদার, সাংগঠনিক সম্পাদক, হৃদয় মোল্লা, রাজু মোল্লা এবং পৌর শাখার অন্যান্যরা হলেন সহ-সভাপতি, মোল্লা ইসমাইল, তন্ময় বিশ্বাস, কাব্য আলম, যুগ্মসাধারণ-সম্পাদক, সূর্য্য বিশ্বাস, মোঃ সজিব কাজী, প্রান্ত বালা, সাংগঠনিক সম্পাদক, শেখ সজিব ও মোঃ শেখ হামাজ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন গোপালগঞ্জ সদর উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ পৌরসভার নব গঠিত ০৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোল্লা রনি হোসেন কালু।