শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা ছাত্রলীগের দোয়া মাহফিল


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৮ তম শুভ জন্মদিন উপলক্ষে তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে জেলা ছাত্রলীগ। সোমবার (১৮ অক্টোবর) দুপুরে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে ছাত্রলীগের সকল নেতৃবৃন্দ গোপালগঞ্জ কোর্ট জামে মসজিদে জোহরের নামাজ আদায়ের পর পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে শহীদ শেখ রাসেল ও তাঁর পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাসেল, যুগ্ম-সাধারণ সম্পাদক মিরসাল, হামজা, সাংগঠনিক সম্পাদক সাব্বির হোসেন তাজ সহ জেলা ছাত্রলীগ, সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগ, সদর উপজেলা ছাত্রলীগ, পৌর শাখা সহ সকল পর্যায়ের ছাত্রলীগের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর আগে সকালে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের নেতৃত্বে শহরের শেখ রাসেল শিশুপার্কে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ।