শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যু বার্ষিকী পালন


বাগেরহাটের মোল্লাহাটে বড়ঘাট বাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য ভ্রাতৃবধু, শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, দেশ রত্ন বাংলাদেশের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার চাচী আম্মা, বাগেরহাট-১ আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এর মাতা শেখ রাজিয়া নাসের এর ১ম মৃত্যু বার্ষিকী ও আত্মার মাগফিরাত উপলক্ষে কোরআন খতম ও দোয়া মাহফিল‘র আয়োজন করা হয়।
উক্ত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ৪নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী-লীগ‘র সভাপতি শেখ আতিয়ার রহমান, উপস্থিত ছিলেন ৪নং কুলিয়া ইউনিয়‘র চেয়ারম্যান মো: মিজানুর রহমান, সাবেক চেয়ারম্যান মো: বাবলু মোল্লা, খলিলুর রহমান ডিগ্রী কলেজের সাবেক প্রিন্সিপাল রফিকুলি ইসলাম দুলাল, কুলিয়া ইউনিয়ন আওয়ামী-লীগ‘র সাধারণ সম্পাদক এম এম নওশের আলী, উপজেলা আওয়ামী মৎসজীবী-লীগ ও প্রেসক্লাব মোল্লাহাট‘র সহ-সভাপতি শেখ সোহেল রানা, প্রেসক্লাব মোল্লাহট‘র সদস্য আরিফুল ইসলাম রিয়াজ, ৪নং কুলিয়া ইউনিয়ন আওয়ামী-লীগ‘র সাধারণ সম্পাদক মো: শরিফ সিকদার, সাবেক ওসি আক্কাস আলী, এছাড়া উপজেলার বিভিন্ন ব্যক্তিগন উপস্থিত ছিলেন। প্রয়াত শেখ রাজিয়া নাসের এবং সকল শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া পরিচালনা করেন ঐতিহ্যবাহী বড়ঘাট শামছুল উলুম কবরস্থান মাদ্রাসা ও এতিমখানা‘র মোহতামিম ও শাইখুল হাদিস জনাব আলহাজ্ব হাফেজ মাওলানা মুফতি মো: হাফিজুর রহমান সাহেব।
শিক্ষার্থীদের প্রাইভেট পড়তে বাধ্য করার অভিযোগ শিক্ষা প্রতিষ্ঠানের এক অফিস সহায়কের বিরুদ্ধে (Newer)