আজ শুক্রবার (১০ জুন) বেলা সাড়ে ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে দাঁড়িয়ে তিনি এ ঘোষণা দেন। দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশের চলমান উন্নয়নের ধারাকে সমুন্নত রাখতে প্রধানমন্ত্রীর চাচা শেখ রকিব হোসেনকে সমর্থন জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেন।
এ সময় গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস হক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন হিটু, জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা, গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নীতিশ রায় ও বিপুল সংখ্যককর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন। পৌরনির্বাচন থেকে সরে দাঁড়ানোর খবরে তার কর্মী-সমর্থকদেরকে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা যায়।জি এম সাহাব উদ্দিন বঙ্গবন্ধু কন্যা, দেশরত্ন শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে এবং গোপালগঞ্জ-২ আসন থেকে বারবার নির্বাচিত সংসদ সদস্য ড. শেখ ফজলুল করিম সেলিমের দিক নির্দেশনায় এ পৌর নির্বাচন থেকে তার মনোনয়ন প্রত্যাহারের ঘোষণা দেন।
এসময় তিনি আরো বলেন, আমি পূর্বেও পৌরবাসীর বিপদে-আপদে, সুখে-দুঃখে পাশে ছিলাম, বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাল্লাহ।