শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল পরিদর্শন করলেন ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান


গোপালগঞ্জ সদরের ঘোনাপাড়ায় অবস্থিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউট শনিবার (১৯ নভেম্বর) পরিদর্শন করেছেন গোপালগঞ্জের কৃতি সন্তান অতিরিক্ত আইজিপি ও ট্যুরিস্ট পুলিশ প্রধান হাবিবুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার)।
উক্ত প্রতিষ্ঠানের পরিচালক প্রফেসর ডা. নাহিদ ফেরদৌসী এসময় অতিরিক্ত আইজিপিকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং হাসপাতালে প্রদত্ত বিভিন্ন চিকিৎসা সেবার বিষয়ে অবগত করেন। এ সময় গোপালগঞ্জ পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম, ট্যুরিস্ট পুলিশ খুলনা অঞ্চলের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা আনসার উদ্দিন, গোপালগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
চক্ষু চিকিৎসার পাশাপাশি উন্নত মানের প্রশিক্ষণের বিষয়েও এসময় অতিরিক্ত আইজিপিকে ধারণা দেওয়া হয়। চক্ষু চিকিৎসা সেবায় এ প্রতিষ্ঠানটি সাধারণ মানুষের আস্থার স্থলে পরিনত হওয়ায় দূর দূরান্ত হতে মানুষ সেবা লাভের আশায় ভীড় করছেন বলে জানা যায়। একই সাথে আধুনিক চক্ষু চিকিৎসায় এ প্রতিষ্ঠান পথিকৃৎ হিসেবে আলো ছড়াচ্ছে জানিয়ে হাসপাতালের চিকিৎসকবৃন্দ সন্মানিত অতিথিকে আধুনিক চক্ষু চিকিৎসার বিভিন্ন বিষয় অবগত করেন এবং আধুনিক যন্ত্রপাতি সরেজমিনে ঘুরে দেখান।