শেখ কামাল আউটার পার্ক নির্মাণ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন ডিসি শাহিদা সুলতানা

 গোপালগঞ্জ শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘৭১-এর শহীদ বীর মুক্তিযোদ্ধাদের নাম স্মৃতি ফলকের পাশে অব্যবহৃত ডোবা জায়গায় বালু ভরাট করে আউটার পার্ক নির্মাণ করে জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

সোমবার (১ নভেম্বর) বিকালে এ পার্কের শুভ উদ্বোধন করেন গোপালগঞ্জ জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শাহিদা সুলতানা। গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্মিত এ আউটার পার্কে শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে বিভিন্ন রাইডস।

উদ্বোধনের পর উন্মুক্ত এ পার্কের বিভিন্ন রাইডসে চড়ে উচ্ছ্বসিত শিশুরা। এ সময় স্বাস্থ্যবিধি মেনে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মাহাবুব আলী খান, পৌর মেয়র কাজী লিয়াকত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইলিয়াছুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুর রহমান, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আলাউদ্দিন, উপজেলা সহকারী প্রকৌশলী উজ্জ্বল মন্ডল বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক আমন্ত্রিত অতিথিদেরকে সাথে নিয়ে নবনির্মিত এ আউটার পার্কে একটি গাছের চারা রোপন করেন। গোপালগঞ্জ পৌরবাসী এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *