শেখ কবির হোসেন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির পুনঃ চেয়ারম্যান র্নির্বাচিত

গোপালগঞ্জের কৃতিসন্তান শেখ কবির হোসেন আবারো বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির চেয়ারম্যান পদে পুনঃ নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ মে) বেসরকারি বিশ্ববিদ্যালয় সমূহের উদ্যোক্তাদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি (এপিইউবি) এর বার্ষিক সাধারণ সভা এবং কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। সভায় সমিতির সংঘস্মারক মোতাবেক আগামী দুই বছর (২০২১–২০২৩) মেয়াদে কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে ফারইষ্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শেখ কবির হোসেন চেয়ারম্যান,‌‌ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর ড. আবদুল মান্নান চৌধুরী এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) এর প্রফেসর ড.শফিক আহমেদ সিদ্দিক ভাইস-চেয়ারম্যান, নর্থসাউথ ইউনিভার্সিটির বেনজীর আহমেদ সেক্রেটারি জেনারেল, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ এর ড. আনিস আহম্মেদ জয়েন্ট সেক্রেটারি জেনারেল এবং ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর কেবিএম মঈন উদ্দিন চিশতি ট্রেজারার হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনঃনির্বাচিত হন। কার্যনির্বাহী পরিষদের অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর একেএম এনামুল হক শামীম, সোনারগাঁও ইউনিভার্সিটি এর নজরুল ইসলাম বাবু, আহছান উল্লাহ
ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি এর কাজী রফিকুল আলম, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর ইশতিয়াক আবেদিন, ব্রাক ইউনিভার্সিটি এর সাদাফ সাজ সিদ্দিকী, বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেকনোলজি এর মোজাফফর উদ্দিন সিদ্দিক, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর চৌধুরী নাফিজ সরাফত, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর মো. সবুর খান, এক্সিম ব্যাংক এগ্রিকালচার ইউনিভার্সিটি এর একেএম নুরুল ফজল বুলবুল, ঈসা খাঁ ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এর রিয়াদ আহমেদ, নর্দান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর প্রফেসর ড. আবু ইউসুফ মোঃ আব্দুল্লাহ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এর মো. রেজাউল করিম এবং ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক এর কাইয়ূম রেজা চৌধুরী। নর্থসাউথ ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড‌‌‌. আতিকুল ইসলামের নেতৃত্বে ০৪ (চার) সদস্যের নির্বাচন কমিশন নির্বাচন ২০২১ পরিচালনা করেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked as *