শেখ এ্যানির রুহের মাগফেরাত কামনায় টুঙ্গিপাড়ায় দোয়া মাহফিল
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের চাচাতো ভাই শেখ হাফিজুর রহমানের স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী পিরোজপুরের সংরক্ষিত নারী আসনের আসনের সংসদ সদস্য শেখ এ্যানি রহমানের রুহের মাগফেরাত কামনায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিশেষ মোনাজাত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার জুমা বাদ শেখ হেলাল উদ্দিনের উদ্যোগে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স জামে মসজিদে দোয়া মাহফিল ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ এ্যানি রহমান ও ১৯৭৫ সালে শাহাদাৎবরণকারী সকল সদস্যদের আত্মার মাগফিরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে শেখ হেলাল উদ্দিন এমপি, শেখ সারহান নাসের তন্ময় এমপি, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন,প্রচার সম্পাদক এম বদরুল আলম বদর, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বাশার খায়ের, সহ-সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক বাবুল শেখ, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।